1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর কারওয়ান বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানালো বাপাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম- আইজিপি শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা! ক্রেতা সেজে বসুন্ধরা শপিং মল থেকে আইফোন চুরি করতে গিয়ে আটক ১ কাল থেকে বৃষ্টি হতে পারে ডিমের হাফ সেঞ্চুরি, সবজির দাম আকাশ ছোঁয়া ছিনতাই হওয়া স্বদেশ আবার ফিরিয়ে আনেন শেখ হাসিনা- ড.সৈয়দ আনোয়ার হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন-যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় সাফল্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্বরুপকাঠির আলোচিত যুবলীগ নেতা মামুন হত্যার তদন্তে পিবিআই

  • সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ১৮৮

পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলায় আলোচিত যুবলীগ নেতা মামুন মিয়ার লাশ দেখে সকল ধরনের মানুষেল বলেছে এটা আত্মহত্যা নয় এটা হত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্টে ছিল আত্মহত্যা। বিষয়টি মেনে নিতে পারেনি কেউ যে এটি আত্মহত্যা।হত্যা কান্ডের চার মাস ৪ দিনে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেড ওফিসের নির্দেশে মামলাটি তদন্তে নেমেছে পিরোজপুর পিবিআই।

আজ সকালে আলোচিত মামুন হত্যার রহস্য উদঘাটনের জন্য পিরোজপুর পিবিআই এর একটি দল আসে তদন্তে স্বরূপকাঠীতে। তারা বলেন, গত তিনদিন পূর্বে এ মামলাটির তদন্তভার আমরা পেয়েছি, থানা থেকে মামলার ডেকেট আলামতসহ সকল কিছু বুঝে নিয়ে পর্যালোচন করে তদন্ত কার্য শুরু করেছি।

পোস্টমর্টেম রিপোর্ট থেকে শুরু করে সবকিছু নতুন করে এনালাইসিস করব আমরা।যে আসামিরা প্রেপ্তার হয়েছে তাদের সাথে কি সম্পৃক্ত আছে! তথ্য প্রযুক্তি সহায়তায় চেস্টা করব এটি সনাক্ত করার।উলেখ্য, স্বরূপকাঠী মামুন মিয়া (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল নেছারাবাদ (স্বরূপকাঠী) থানা পুলিশ। সোহাগদল ইউনিয়নের বৌ বাজার সংলগ্ন একটি মাঠের কড়াই গাছের ডালে অর্ধ ঝুলন্ত লাশ ২৪/০২/২০২০ ইং সকালে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।মামুন সোহাগদল ইউনিয়নের ইন্দুরহাট সিনেমা হলের দক্ষিন পার্শে বাড়ী আব্দুর রব মিয়ার ছেলে।

সে ইন্দেরহাট বন্দরের লাবিব ফার্মেসীর মালিক ছিল। মাত্র ৬ ফুট উপরে গাছের সাথে চিবুকে রশি বাঁধা অর্থ ঝুলন্ত অবস্থায় ছিল তার লাশ।এ বিষয়ে দুই জনকে আটক করে কোর্টে প্রেরন করেছিল থানা পুলিশ।এর পর আজ সকালে পিবিআই পুনরায় তদন্তের কাজ শুরু করেন। মোঃ মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধিমোবাইল নং ০১৭১৩৬৪৪৫৩৬Show quoted textস্বরুপকাঠির আলোচিত যুবলীগ নেতা মামুন হত্যার তদন্তে পিবিআইমোঃমিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃপিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলায় আলোচিত যুবলীগ নেতা মামুন মিয়ার লাশ দেখে সকল ধরনের মানুষেল বলেছে এটা আত্মহত্যা নয় এটা হত্যা।

তবে ময়নাতদন্তের রিপোর্টে ছিল আত্মহত্যা। বিষয়টি মেনে নিতে পারেনি কেউ যে এটি আত্মহত্যা।হত্যা কান্ডের চার মাস ৪ দিনে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেড ওফিসের নির্দেশে মামলাটি তদন্তে নেমেছে পিরোজপুর পিবিআই।আজ সকালে আলোচিত মামুন হত্যার রহস্য উদঘাটনের জন্য পিরোজপুর পিবিআই এর একটি দল আসে তদন্তে স্বরূপকাঠীতে। তারা বলেন, গত তিনদিন পূর্বে এ মামলাটির তদন্তভার আমরা পেয়েছি, থানা থেকে মামলার ডেকেট আলামতসহ সকল কিছু বুঝে নিয়ে পর্যালোচন করে তদন্ত কার্য শুরু করেছি।

পোস্টমর্টেম রিপোর্ট থেকে শুরু করে সবকিছু নতুন করে এনালাইসিস করব আমরা।যে আসামিরা প্রেপ্তার হয়েছে তাদের সাথে কি সম্পৃক্ত আছে! তথ্য প্রযুক্তি সহায়তায় চেস্টা করব এটি সনাক্ত করার।উলেখ্য, স্বরূপকাঠী মামুন মিয়া (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল নেছারাবাদ (স্বরূপকাঠী) থানা পুলিশ। সোহাগদল ইউনিয়নের বৌ বাজার সংলগ্ন একটি মাঠের কড়াই গাছের ডালে অর্ধ ঝুলন্ত লাশ ২৪/০২/২০২০ ইং সকালে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।মামুন সোহাগদল ইউনিয়নের ইন্দুরহাট সিনেমা হলের দক্ষিন পার্শে বাড়ী আব্দুর রব মিয়ার ছেলে।

সে ইন্দেরহাট বন্দরের লাবিব ফার্মেসীর মালিক ছিল। মাত্র ৬ ফুট উপরে গাছের সাথে চিবুকে রশি বাঁধা অর্থ ঝুলন্ত অবস্থায় ছিল তার লাশ।এ বিষয়ে দুই জনকে আটক করে কোর্টে প্রেরন করেছিল থানা পুলিশ।এর পর আজ সকালে পিবিআই পুনরায় তদন্তের কাজ শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪