ডেস্ক রিপোর্ট-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে নেয়া হবে। তিনি আশা করছেন, সব ঠিক থাকলে বেগম জিয়া রোববার (৭ ডিসেম্বর) ফ্লাই করবেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমা বাদ রাজধানীর নয়াপল্টনে এ কথা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে।
মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই তাকে ইংল্যান্ডে নেয়া হচ্ছে। কারাগার চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়েছেন। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া নিজেকে উৎসর্গ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, কারিগরি ত্রুটির কারণে আজ কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না বলে জানান মির্জা ফখরুল। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার ঢাকায় এসে পৌঁছতে পারে এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় আসবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানানো হয়েছিল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন বিএনপি চেয়ারপর্সন, সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ঢাকায় এসেছেন।
গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।