একক ভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের পর, নতুন পদ্ধতিতে তিনটি ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পথ অনুসরণ করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সেক্ষেত্রে ঘ ও চ-ইউনিটের পরীক্ষা বাতিল হয়ে হবে খ-ইউনিটের সঙ্গে হবে। এখানে থেকে শিক্ষার্থীরা ভাগ হবে। বিজ্ঞান থেকে কেউ চাইলে কলা বা সামাজিক বিজ্ঞানে যেতে পারবে। আগামী বছর থেকে একই ন্যাচারের দুটি পরীক্ষা হবে না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত দুই বছর ধরে সম্পূর্ণ লিখিত ভাবে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা নিচ্ছে। সেক্ষেত্রে এইচএসসি যে বিভাগ থেকে পাস করছে তাকে সেই বিভাগেই একটি পরীক্ষা দিতে হয়। ইউনিট-০১(বিজ্ঞান), ইউনিট-০২ (মানবিক), ইউনিট-০৩ (বানিজ্য) তবে সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন লিখিত পরীক্ষা না হয়ে ব্যবহারিক ও মোখিক ভর্তি পরীক্ষা হয়।
কেউ চাইলে বিজ্ঞান/বানিজ্য ইউনিটে থেকে ভর্তি পরীক্ষা দিয়ে মেরিট অনুসারে মানবিক বা বিভাগ পরিবর্তনের সাবজেক্ট এ আসতে পারে।