1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

সাভারে দিনমজুর দূর্জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪০

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে দিনমজুর দূর্জয় শেখ (৪৮) হত্যা মামলার প্রধান আসামি লাবনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (৩০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ এর যৌথ আভিযানে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লাবন (৩০) ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বি-৭ বক্তারপুর এলাকার মৃত লালমিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ভিকটিম দূর্জয় শেখ পেশায় একজন দিনমজুর। গত ২৭ মে রাত ১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বক্তারপুর কোর্টবাড়ী রোড সংলগ্ন সুরুজ মিয়ার বাড়ীর পিছনের গলিতে লাবন ও তার সহযোগীদের সঙ্গে ভিকটিম দূর্জয় শেখের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে লাবন ও তার সহযোগীরা ছুরিকাঘাত করে দূর্জয় শেখকে হত্যা করে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর কোতয়ালী থানাধীন সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে আসামি লাবনকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লাবন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪