এম শাহীন আল আমীন, জামালপুর।।
জামালপুর শহরের নয়াপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আলম বাইদের পুত্র রাজ মিস্ত্রি রুবেল মিয়ার সাথে দেড় বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জামালপুর শহরের নয়াপাড়ার এলাকার মোকছেদ আলী শেখের কন্যা মোসলিমা আক্তারের। বিয়ের পর থেকেই ঘর জামাই হিসেবে রুবেল এই এলাকায় রয়ে যান। পারিবারিক বিরোধে ভোররাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঘরের বিছানায় রেখে পালিয়ে যায় স্বামী। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ দুপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার করে।