1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাপস ও বিকাশের মাধ্যমে ৪০০ কোটি টাকার হুন্ডি! গ্রেফতার ৪ বিজিবি কর্তৃক ভুটানের রাজাকে বিদায়ী সংবর্ধনা প্রদান ইউটিউব থেকে জাল টাকা বানানো শিখে ব্যবসা শুরু করে চক্রটি! অন্যকে পেটাতে গিয়ে সাংবাদিককে পেটাল ইন্টারনেট ব্যবসায়ীরা আশুলিয়ায় আমজাদ হত্যাকান্ডে অভিযুক্ত আসামী রাজিব’কে গ্রেফতার করেছে র‌্যাব! বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা বোনের বান্ধবীকে ধর্ষণ! যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার! সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে- ম্যাথিউ মিলার ঈদে বাড়ি যাবে এক কোটি ৬০ লাখ মানুষ

রাঙ্গুনিয়াতে গৃহবধুকে বিষ দিয়ে হত্যা,অভিযোগ পরিবারের

  • সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৪১


মোঃ এরশাদ চৌধুরী রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি৷৷ 

চট্টগ্রাম রাঙ্গুনিয়া দক্ষিন রাজানগর ফুলবাগিচা গাবতল মূসা তালুকদার বাড়ির পুত্রবধু নিশা আক্তার(২৩) এর বিষপানে মৃত্যু হয়েছে,নিশা আক্তারের পরিবারের দাবী জোর পূর্বক বিষপান করিয়ে ভাশুর শাহ্ আলমসহ শাশুর বাড়ির লোকজন হত্যা করেছে৷গত বৃহস্পতিবা(৮জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধু এক সন্তানের জননী নিশা আক্তার৷নিশা আক্তারের বাবা আক্তার হোসেন জানান গত ২১ জুন(শনিবার) দুপুর ১টার দিকে আমার মেয়ের শাশুর মুসা তালুকদার আমাকে ফোন করে জানান, আপনার মেয়ে খুবই অসুস্থ তাড়াতাড়ি আসুন,আমি দূরত সিএনজি অটো রিক্সা রিজাভ করে আমার মেয়ের শাশুর বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ে অজ্ঞান হয়ে শয়ন কক্ষে পরে আছে, মুখে হাতে মারধরের চিহ্ন ও রক্তের দাগ,মেয়ের শাশুরের কাছে জানতে চাইলাম কি হয়েছে আমার মেয়ের,তিনি জানালেন সকালে বিষ জাতীয় কিছু খেয়েছে,বেশি কথা না বাড়িয়ে আমার মেয়েকে উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে যায় ওখানে একদিন রাখার পর অবস্থার পরিবর্তন না হওয়াতে চিকিৎসক ২২ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন৷চট্টগ্রাম চিকিৎসাধীন অবস্থায় পরিস্থিতি খারাপের দিকে গেলে তাকে আইসিউতে হস্তানন্তর করা হয়,আমার মেয়ে ১৮ দিন মৃৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে মারা যায়,আমার মেয়েকে ওরা সময় মতো হসপিটালে নিলে এত কষ্ট পেয়ে মারা যাওয়ার কথা না,আমার মেয়েকে তার ভাশুর শাহ্ আলম ও শাশুর শাশুরি সবাই মিলে জোর পূর্বক বিষপান করিয়ে হত্যা করেছে আমি হত্যাকারীর বিচার চায়,থানায় গেছি থানায় কোন মামলা নেননি৷৷নিশা আক্তারের চাচা আরিফ বলেন নিশা আমার ভাইয়ের মেয়ে আমি ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় আমি সবসময় নিশার সাথে মেডিকেলে ছিলাম নিশা আমাকে কিছু বলতে চেয়েছে ক্লান্ত থাকায় কলম নিয়ে লিখতে চেয়েছিল আমি বলি আগে সুস্থ হয়ে উঠো তারপর সব শুনব,মৃত্যুর এক সপ্তাহ আগে শাহ্ আলমের নাম ধরে বলছে পুরো কথা ক্লিয়ার বুঝা না গেলেও এতটুকু বুঝা গেছে শাহ্ আলম তাকে মারধর করেছে,এটা শোনার পর আমি আমার ভাইকে মামলা করতে বলি কিন্তু রাঙ্গুনিয়া মডেল থানা পুুলিশ প্রথমে জিডি নেন,পরে থানা থেকে ফোন করে বলেন জিডি কপিটা নিয়ে থানায় যেতে,থানায় যাওয়ার পর ডিউটিরত পুলিশ বলেন আপনারা চাইলে মামলা করতে পারবেন আমাদের পক্ষে থেকে বলি আগে কি হয় দেখি তারপর মামলা করব,এরপর আমার ভাইয়ের হাত থেকে থানায় জিডির অনুলিপির কপিটি নিয়ে নেন এবং বলেন এটার কোন প্রয়োজন নেই যখন চাইবেন মামলা করতে পারবেন৷৷নিশার মৃত্যুর আগে রাঙ্গুনিয়া থেকে মেডিকেলে রাঙ্গুনিয়ার থানার একজন পুলিশ অফিসার তদন্ত করতে আসছিল কিন্তু মৃত্যুর পর থানায় মামলা করতে গেলে থানায় মামলা নেননি,বর্তমানে কোটে মামলা করার প্রক্রিয়া চলতেছে৷রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুব মিল্কির কাছে এই ব্যপারে জানতে চাইলে তিনি বলেন এসব মিথ্যা কথা আমি নিজেই ফোন করে ডেকে এনে বলছি মামলা করতে তারা পরে মামলা করবে বলে চলে গেছিল,আমি মামলা নিবনা কেন,মামলা নিলে আমার কোন ক্ষতি আছে?তিনি আরো বলেন মেয়েটির মৃত্যু আত্মহত্যা হলেও কারণ ছাড়াতো আত্মহত্যা করেননি ওরা যদি মামলা করতো পুলিশ তদন্ত করে আসল ঘটনা বাহির করতো,বিষপানের ঘটনা জানার পর আমি আমার থানা থেকে অফিসার পাঠিয়েছি কিন্তু তারা কোন মামলা করেনি মামলা করলে আইগত করনীয় যা আমরা তা করব৷৷বিশেষ একটি সূত্রে নাম প্রকাশ না করার শর্তে জানান গত ২০ জুন নিশার প্রবাসী স্বামী আবুল কালাম পরিবারের খরচের জন্য ২০ হাজার টাকা পাঠান ঐ টাকাগুলো ভাসুর শাহ্ আলমকে দিতে নিশাকে চাপ সৃষ্টি করলে নিশা টাকাগুলো ঘরের খরচের জন্য দিয়েছে জানিয়ে ভাসুর শাহ্ আলমকে বলে টাকাগুলো শাশুর শাশুরি ও আমার খরচের জন্য দিয়েছে আপনিও চাকুরি করেন বেতন পান ঐ টাকা আপনি খরচ করুন এই টাকা দেয়া যাবেনা,এতে ক্ষিপ্ত হয়ে ভাসুর শাহ্ আলম নিশাকে মারতে আসে শাশুরি ও শাশুরের উপস্থিতিতে বিষয়টা শেষ হলে নিশা না খেয়ে সন্তান নিয়ে ঘুমিয়ে পরেন,পরের দিন সকালে নাস্তা করতে গেলে হাত থেকে নাস্তা কেড়ে নেয়া হয় এবং মারধর করা হয় এরপর জোর পূর্বক বিষপান করা হতে পারে বলে বিশেষ সূত্রটির ধারণা৷কিন্তু নিশা আক্তারের পরিবারের দাবী যৌতুকের টাকার জন্য নিশাকে হত্যা করেছে,যদি হত্যা না করে তাহলে বিষপানের পরও মেডিকেলে সময়মতো নেওয়া হলনা কেন??ঘটনার সত্যতা জানতে নিশার শাশুর বাড়ির লোকদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি,দুটো মোবাইলে কল করার পরও কেউ রিসিভ করেননি৷উল্লেখ্য:-উপজেলার ১৪ নং দক্ষিন রাজানগর ১নং ওয়ার্ডের ফুলবাগিচা গাবতল নামক এলাকার মুসা তালুকদারের ছেলে দুবাই প্রবাসী আবুল কালামের সাথে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজঘাটাকুলের আকতার হোসেনের মেয়ে নিশা আক্তারের পারিবারিকভাবে বিবাহ্ হয়৷৷

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪