টাঙ্গাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভূয়াপুর উপজেলার গারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বাড়ির একটি গাছে আম পাড়ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদি মোস্তফা।
এ সময় তার চাচাতো ভাই জিহাদের সঙ্গে আম পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিহাদ তার হাতে থাকা দা দিয়ে মেহেদীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুর আহত করে। পরে তাকে উদ্ধার করে ভূয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।