1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

সুতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, গ্রেফতার-২

  • সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭২

গাজীপুর প্রতিনিধি:

কাভার্ডভ্যান ছিনতাই করে চালককে গলা কেটে হত্যার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার এবং চালককে হত্যা কান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে গাজীপুর মেট্রেপলিটন সদর থানা পুলিশ। পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো রংপুরের কোতয়ালী থানার দেওয়ান টুলি এলাকার মো. মনোয়ার হোসেনের ছেলে মো. নাজমুল হোসেন (২২) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ এলাকার মানিক চন্দ্র সরকারের ছেলে গকুল চন্দ্র সরকার ওরফে বকুল সরকার (৩০)।

শনিবার (১৩ ফেব্রæয়ারী) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেড কোয়ার্টার্সের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার মো. জাকির হাসান। শুক্রবার রাতে

তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে সদর থানা পুলিশ ন্যাশনাল পার্কের ৫নং গেইট সংলগ্ন ঢাক-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে একটি অজ্ঞাত গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে অজ্ঞাত ব্যক্তির স্ত্রী সাহেদা বেগম খবর পেয়ে লাশটি তার স্বামী কাভার্ডভ্যান চালক মুন্নাফ সরকার (৫০) বলে সনাক্ত করেন। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকার বাসিন্দা হলেও তার বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার হরিপুর গ্রামে। মুন্নাফ সরকার বুধবার ভোরে নারায়ণগঞ্জ যাবে বলে বাসা থেকে বের হয়। এ ব্যাপারে সাহেদা বেগম সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে মুন্নাফ নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার নান্নু স্পিনিং মিল থেকে ১২২ বস্তা সুতা নিয়ে গাজীপুরের চন্দ্রা-চৌরাস্তার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে পূর্ব পরিচয়ের সূত্র ধরে আসামিরা ভোগড়া বাইপাস এলাকায় কাভার্ডভ্যানে ওঠে। এরপর মন্নাফকে ধারালো অস্ত্র দিয়ে গলা গেটে হত্যা করে লাশটি ন্যাশনাল পার্কের ৫নং গেইট এলাকায় ফেলে রেখে কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার ধামরাই এলাকা থেকে বৃহস্পতিবার রাতে কাভার্ডভ্যানটি উদ্ধার করে। পরের দিন শুক্রবার (১২ ফেব্রæয়ারী) পুলিশ কাশিমপুর থানাধীন জিরানী এলাকা থেকে আসামী গকুল চন্দ্র সরকারকে গ্রেফতার ও তার হেফাজত থেকে লুন্ঠিত ১২২ বস্তা সুতা উদ্ধার করে। গকুলকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে রাতেই হত্যা কান্ডের মূল আসামী নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়। আসামিরা হত্যাকান্ডে জড়িত বলে স্বীকার করেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত উপ-কমিশনার থোয়াই প্রæ মারমা, সদর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ও ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪