1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

ময়মনসিংহের তারাকান্দায় শিশু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

  • সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৩২৯

আনোয়ার সাদত জাহাঙ্গীর: ময়মনসিংহ:

ময়মনসিংহের তারাকান্দার রামচন্দ্রপুর এলাকায় ০৭ (সাত) বৎসরের শিশু সানজিদা আক্তার হত্যা মামলার প্রধান আসামী ইয়াছিন আকন্দকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাবের মিডিয়া অফিসার ও সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, গত ১৫ জানুয়ারি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আকন্দ বাড়ীর পেছনের জঙ্গলে অপহরণকারীরা মুক্তিপনের টাকা না পেয়ে শাহজাহান আকন্দের মেয়ে সানজিদা আক্তার (০৭) কে হত্যা করে লাশ ফেলে রাখে। উক্ত সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র‌্যাব-১৪,ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, পারিপার্শ্বিকতার বিচার ও নিহতের বিভিন্ন বিষয় পর্যালোচনা ও বিশ্লেষণ করে নিবিড় তদন্তপূর্বক র‌্যাব-১৪ ঘটনার রহস্য উন্মোচন করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার হত্যা মামলায়জড়িত সন্দেহে ইয়াছিন আকন্দ (১৬), পিতা- মোঃ আবুল হাশিম আকন্দ, সাং- রামচন্দ্রপুর, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহকে তারাকান্দা থানা এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে ১৭ জানুয়ারি রাত ১টার দিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সুপারী কুড়ানোর নাম করে ভিকটিম সানজিদা আক্তারকে তার বাড়ীর পাশের জঙ্গলে নিয়ে সে এবং শাকিল (১৯), পিতা- টুটু পাগলা মিলে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের বাবার নিকট তারাকান্দা বাজারের বিকাশ এজেন্ট নিশীথ কুমার সিংহ (৫৭), পিতা-নীরেন্দ্র চন্দ্র সিংহ এর মোবাইল ফোনের মাধ্যমে ২০,০০০/- টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপনের টাকা না পাওয়াতেই ধৃত আসামী শিশু সানজিদা আক্তারকে হত্যা করার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে নিশীথ কুমার সিংহ (৫৭) কেও গ্রেফতার করে র‌্যাব-১৪।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪