1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

বরিশালের কাজীরহাট থানায় সৌরভ হত্যার বিচারের দাবীতে আসামীদের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল

  • সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩১০

বরিশাল জেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর গ্রামে আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় মেইন রাস্তার উপরে নিহত সৌরভের মা সুরমা বেগমের নেতৃত্বে পশ্চিম রতনপুর গ্রামের মহিলাদের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে ঝাঁড়– মিছিল করেন বলে জানাগেছে ।

নিহতের মা জানায়, হত্যা মামলার আসামীদের এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনী। বর্তমানে মামলাটি কাজীরহাট থানা পুলিশ বরিশাল ডিবি তে হস্তান্তর করেন। উল্লেখ্য গত ২৪ এপ্রিল শুক্রবার সকাল আনুমানিক ৬.৩০ মিনিটে মনির খানেঁর ছেলে সৌরভ খানঁ বিলে (মাঠে) গাভী নিয়ে যাওয়ার পথিমধ্যে ক্ষেতের পাট গাভীতে খাওয়া কে কেন্দ্র করে পাশের বাড়ির কালু সিকদার ওরফে কাশেমের সাথে বিরোধ হয়।

এক পর্যায় সৌরভের মামা জলিল সিকদারের বাড়িতে ঢুকে কালু সিকাদর গংরা বাড়িতে লুটপাট চালায় ঘটনা স্থলে মফছের সিকদার, আফছের সিকদার, সুজন সিকদার, সুরমা বেগম, সজিব সিকদার ও সৌরভ খানঁ কে পিটিয়ে কুপিয়ে আহত করে এর মধ্যে সৌরভের অবস্থা আশংঙ্খা জনক হলেও ঐ দিনেই আহতদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসলে। গত ২৫ এপ্রিল সনিবার কাজীরহাট থানায় সৌরভের মামা জলিল সিকদার বাদী হয়ে একটি মামলা করেন যাহার নং ৫। সনিবার রাত আনুমানিক ২.৩০ মিনিটে নানা আফছের সিকদারের বসত ঘরে সৌরভ মারা গেছে বলে নিহতের পরিবার সূএে জানায়।

মামা আরিফ ও মহসিন জানায়, গত ১ বছর পূর্বে সৌরভের ছোট ভাই বয়স প্রায় ৯ বছর আম কুড়াতে গেলে আফজাল সিকদারের বাবা কালু সিকদার ওরফে কাশেস পুকুড়ে চুবিয়ে হত্যা করে । বাদী জলিল সিকদারের সাথে আলাপ করলে তিনি জানায়, ভাগিনা সৌরভ মৃত্যুর পূর্বে মামলা করেছি এধান আসামী আফজাল সিকদার, কালু ওরফে কাশেম সিকদার, মজিবুর হাওলাদার, পিয়াস, ছোটন সিকদার, তোফায়েল মীর, সাইফুল হাওলাদার সহ ১১ জন কে আসামী করে মামলা করেন।

মামলার বাদী জলিল সিকদার জানায়, আসামীরা যে কোন সময় এলাকায় প্রবেশ করে নিহতের পরিবারদের উপর বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি সকল আসামীদের দৃষ্টান্ত মূলক ফাঁিসর দাবী করছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪