1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসকেরা সম্মতি দিলে খালেদা জিয়াকে আগামী রবিবার  লন্ডনে নেয়া হবে- বিএনপির মহাসচিব সংবাদ প্রকাশের জেরে এভারকেয়ারের সামনে সাংবাদিককে হেনস্তা ডেসকোর কল সেন্টারের নতুন যাত্রা শুরু আইরিশদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে সাভারে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সাভার পৌর জামায়াতের আয়োজনে সাভার রেডিও কলোনি ইলাহ্ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি রেডিও কলোনি থেকে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে শহীদ ইয়ামিন চত্বর হয়ে সাভার সিটি সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দুমুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই পবিত্র রমাদান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে, সব জায়গায় চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে, আগামীতে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসলে সকল ধরনের সিন্ডিকেট ভেঙ্গে ফেলে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে।’

অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে হাসান মাহবুব মাস্টার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি ও সিন্ডিকেট নিজেরাও করে না, পাশাপাশি সেটা সমর্থনও করতে পারে না, আর কাউকে করতেও দেওয়া হবে না। তাই সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সাহরি ও ইফতার করতে পারে, সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা ও বাজারে কঠোর নজরদারি বাড়িয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। রমজানে ব্যবসায়ীদেরও ছাড় দেওয়ার মন-মানসিকতা তৈরীর আহ্বান জানান তিনি।’

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌর শাখার আমির আজিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন পৌর শাখার সেক্রেটারি আব্দুস সালাম।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। এ মাসের পবিত্রতা রক্ষা, রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবি নামাজ আদায়ের জন্য মুসলমানদের আহ্বান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা জামায়াতের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, সাভার পৌর শাখার কর্ম পরিষদ সদস্য আমিন উদ্দিন খান শিপন। এছাড়া সাভার পৌর শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বা বু ম/ সোহেল

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪