ডেস্ক রিপোর্ট-
রাজধানীর গুলশান থানার কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ডেমরা সার্কেল।
গ্রেফতারকৃতের নাম- মো. সারফরাজ আহমদ শুভ (২৫)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টা নিশ্চিত করেছেন ডেমরা সার্কেলের ইন্সপেক্টর মো.খায়রুল।
তিনি বলেন, গুলশান থানার কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সারফরাজ আহাম্মেদ শুভ কাছ থেকে ১০২ পিস উদ্ধার করা হয়। এর আগেও আসামি একাধিক মামলায় গ্রেফতার হয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।