1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

চানাচুর বিক্রেতা সেজে মাদক কারবার, ১০ কেজি গাঁজাসহ আটক ২

  • সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪৭

নিজস্ব প্রতিবেদক

চানাচুর বিক্রেতা সেজে অভিনব কায়দায় মাদকদ্রব্য সরবরাহ কালে পাবনার ভাঙ্গুড়ায় ১০ কেজি গাঁজাসহ দু’মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২।

শুক্রবার গভীর রাতে পৌর শহরের দক্ষিণ মেন্দা কুঠিপাড়া এলাকার একটি বসত বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার উত্তর সাপটানা গ্রামের রায়হান ইসলাম (২২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের হৃদয় সরকার (২৫)। ৎ

র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চানাচুর বিক্রির স্টিলের তৈরি একটি ড্রাম ও নগদ দু’হাজার ছয় শ’ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, এই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে চানাচুর বিক্রেতা সেজে অভিনব কায়দায় দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি অভিযানিক দল ভাঙ্গুড়া পৌর শহরের মেন্দা কুঠি পাড়ার জনৈক নয়ন হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি রায়হান ও হৃদয়কে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চানাচুর বিক্রির স্টিলের তৈরি একটি ড্রাম ও নগদ দু’ হাজার ছয় শ’ টাকা জব্দ করা হয়। পরে ভাঙ্গুড়া থানা-পুলিশের নিকট তাদেরকে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আমার দেশকে জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪