1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ১১ নেতাকর্মী গ্রেফতার

  • সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ১১ নেতা–কর্মী গ্রেফতার
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ১১ নেতা–কর্মী গ্রেফতাররাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ১১ নেতা–কর্মী গ্রেফতার

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৫ – রাজধানীর বাংলামোটরে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঝটিকা মিছিলে অংশ নেওয়া চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা বিনষ্ট ও রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রোমান আহমেদ (৩২)কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫) সাবেক তথ্য ও গবেষণা উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, নাবেদ আহমদ নব (২৫) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য, মোঃ মিজানুর রহমান (৪০) কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছাত্রলীগ নেতা, জাকির হোসেন (৫৫) কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, মোঃ জসিম উদ্দিন (৪০), তেজগাঁও থানা যুবলীগ ২৬ নং ওয়ার্ডের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ সানাকাত (৩৮), বংশাল থানার ৩৩ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক।

ডিবি সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১:৫৫ মিনিটে ডিবি-তেজগাঁও বিভাগ রোমান আহমেদ, সঞ্জীব ইসলাম আফেন্দী, নাবেদ আহমদ নব ও মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করে। সন্ধ্যা ৬টায় হাজারীবাগ থানা এলাকায় অভিযান করে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। রাত ১০:৪৫ মিনিটে ডেমরা থানাধীন বাঁশেরপুল এলাকায় মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। রাত ১:৪৫ মিনিটে বংশাল থানায় অভিযান করে মোঃ সানাকাতকে গ্রেফতার করা হয়।

ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪