1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে

  • সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ডেস্ক রিপোর্ট-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন  সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ তথ্য জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সব দায়িত্ব পালন করছি। ওই একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, ‘যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে অনৈক্য খুব একটা বেশি নয়। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে তারা। কেউ বলছে, আইনের মাধ্যমে, কেউ বলছে অধ্যাদেশ জারির মাধ্যমে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক বিষয়।

ড. মুহাম্মদ ইউনূস  বলেন, আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর অনুমোদিত হয়েছে, যা শিগগিরই গেজেট আকারে প্রকাশিত হবে। আদেশ অনুযায়ী, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে, এবং পরে দলগুলোর ভোট অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠন করা হবে।

অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে ড. ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। গত এক বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) বেড়েছে ১৯.১৩ শতাংশ, যা বৈশ্বিক প্রবণতার বিপরীতে একটি অনন্য উদাহরণ।

তিনি জানান, আগামী সপ্তাহে ডেনমার্কভিত্তিক মায়ার্স্ক গ্রুপের এপিএম টার্মিনালস বি.ভি.-এর সঙ্গে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হবে। এটি বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সর্ববৃহৎ একক বিনিয়োগ এবং দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন নির্বাচন হবে জাতির ঐক্য ও নতুন বাংলাদেশের সূচনার প্রতীক।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪