1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন

নৌ পুলিশের চলমান অভিযানে বিভিন্ন অপরাধে ২৪ ঘন্টায় ৬০ জন গ্রেফতার!

  • সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৯

স্টাফ রিপোর্টার-

নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে গত  ২৪ ঘণ্টায়
বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ  বিভিন্ন অপরাধের দায়ে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৫  মার্চ) বিকেলে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ট্রেনিং, ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) কাজী নুসরাত এদীর লুনা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৫৯ লক্ষ ১৮ হাজার ৩৪৫ মিটার অবৈধ জাল, ১ হাজার ১ শত ৭৪ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির বাগদা রেনু পোনা  ১ লক্ষ ১৮ হাজার পিস , ১২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ এবং ৩ টি ঝোপ ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, এই অভিযানে ২৪ জনের বিরুদ্ধে মোট ১০ টি নিয়মিত মৎস্য মামলা এবং ৬ জনের বিরুদ্ধে একটি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও এই অভিযানে ৬০ জনকে আটক, একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান, ৮ জনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং আটজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকায় খালাস প্রদান করা হয়েছে।

পাশাপাশি একটি ড্রেজার জব্দ করা হয়েছে এবং ১৩ জন আসামী ও ৬টি বাল্কহেডের বিরুদ্ধে ছয়টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

তিনি বলেন, জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে,মাছ এতিমখানায় বিতরন এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪