স্টাফ রিপোর্টার- কক্সবাজার-টেকনাফ সড়কের
নয়াপাড়া এলাকা থেকে নিজ হেফাজতে মাদক রাখার অভিযোগে এক প্রাইভেটকার চালক’কে গ্রেফতার করেছে কক্সবাজারে হাইওয়ে পুলিশ। এসময় ওই চালকের কাছ থেকে ৮০০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ সোহেল (২০)।
বুধবার (২১ শে ফেব্রুয়ারী) সকালে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার এএসআই মোঃ ফরিদুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করাকালীন টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কার তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে চালককে ব্যাপক জিজ্ঞাসাবাদে গাড়ির চাকার ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি বান্ডিল পাওয়া যায়।
তিনি বলেন, স্বাক্ষীদের উপস্থিতিতে ওইসব বান্ডিল থেকে প্রতিটিতে ২০০০ পিস করে মোট ৮০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার বগুড়া-গ-১১-০০৬৭ সহ জব্ধ তালিকামূলে জব্ধ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৪০০০০০/- (চব্বিশ লক্ষ) টাকা এবং প্রাইভেট কার এর মূল্য অনুমান ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। এ বিষয়ে টেকনাফ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।