ডেস্ক রিপোর্ট-
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় বিশ্বরোড নামক স্থানে রেজিষ্ট্রেশন বিহীন একটি সিএনজি অটোরিকশায় বিদেশী মদ পাচারকালে একজনকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ রিপন (৩৫) পিতা: মোঃ আমির হোসেন, গ্রাম: পূর্ব হিঙ্গুল থানা: জোরারগঞ্জ, জেলা:চট্টগ্রাম।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি( পদন্নোতি প্রাপ্ত) মোহাম্মদ শামছুল আলম।
তিনি জানান, গতকাল (২৮ জানুয়ারি) সোনাপাহাড় বিশ্বরোড নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেন থেকে ২০ বোতল বিদেশী মদসহ একটি সিএনজি ও সিএনজি চালকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, সিএনজি ড্রাইভারের সিটের নিচে সাদা রং প্লাস্টিকের বস্তা থেকে ২০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে অপর একটি অভিযানে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ঝামাকুটি এলাকার মোঃ হাকিম আলী(৫০) ও চড়গরফ মন্ডল এলাকার মোঃ ইজ্জত (৩৫)
রবিবার (২৮ জানুয়ারি) রাতে বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ প্রতিদিনের ন্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন নীলফামারী থেকে ছেড়ে আসা হেমায়েতপুর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের ওই দুই যাত্রী দ্বয়কে তল্লাশি করে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।