স্টাফ রিপোর্টার-
অবৈধ পথে আসা ২০৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় অবৈধ পণ্য পরিবহনের দায়ে ট্রাক ও ট্রাকের চালক, হেলপারকেউ আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ট্রাকের চালক মো: সোহাগ (৪০) ও চালকের সহকারী ( হেলপার) রতন মিয়া ( ৩৮)। জব্দকৃত ট্রাক নং- ঢাকা মেট্রো- ড-১২ – ২০২৯।
হাইওয়ে পুলিশেরঅতিরিক্ত ডিআইজি (মিডিয়া)
মো: শামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২ টায় সময় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সিলেট থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাক গাড়ীটি তল্লাশী করে ২০৮ (দুইশত আট) বস্তা চোরাচালানকৃত অবৈধ ভারতীয় চিনিসহ গাড়ী সহ আটক করে। এছাড়া অবৈধ পন্য পরিবহনে সহায়তা করার জন্য
ট্রাকের চালকসহ চালকের সহকারী কে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য বত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা (ট্রাক সহ)।
চিনি উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।