ডেস্ক রিপোর্ট –
ভারতগামী যাত্রীর দেহ তল্লাশি করে মলদ্বারের ভেতরে লুকানো ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহাগ (২৩)। সে শরীয়তপুরের জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দী গ্রামের গোলাম মাওলা মাতবরের ছেলে।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে বিজিবির দর্শনা চেকপোস্টে নজরদারি বৃদ্ধিসহ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেই। দর্শনা আইসিপি চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল জলিল ও চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা চেকপোস্টে নজরদারি বৃদ্ধিসহ গমনাগমনকারী যাত্রীদের বহনকৃত লাগেজ ও অন্যান্য মালামাল গভীরভাবে তল্লাশী কার্যক্রম শুরু করে।
অধিনায়ক জানান, আনুমানিক দুপুর আড়াইটায় বাংলাদেশ থেকে ভারতে গমনেচ্ছুক এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার সাথে থাকা ল্যাগেজ ও অন্যান্য মালামাল তল্লাশি করা হয়। এতে কিছু না পাওয়া গেলেও তার কথাবার্তায় অসামঞ্জস্যপূর্ণ আচরণ পরিলক্ষিত হয়। অতঃপর উক্ত যাত্রীকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার দেহ এক্সরে করানো হলে তার শরীরের মলদ্বারের ভেতরে ধাতব জাতীয় বস্তুর উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা বর্ণিত যাত্রীকে দর্শনা বিজিবি চেকপোস্টে নিয়ে পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে দেহ তল্লাশি করে তার মলদ্বারের ভেতরে অভিনব কায়দায় লুকায়িত ৭০০ গ্রাম ওজনের ০৬টি স্বর্ণের বার উদ্ধার করে। এসময় ১টি মোবাইল ফোন, ৮২৪ ভারতীয় রুপি ও বাংলাদেশী নগদ ৪,৮০০/- টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দর্শনা থানায় হস্তান্তর কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।