ডেস্ক রিপোর্ট – বেনাপোল থেকে নব্বই হাজার মার্কিন ডলার, ১৬০০ ভারতীয় রুপি এবং নগদ প্রায় তেত্রিশ হাজার বাংলাদেশী টাকাসহ ১ যুবক কে আটক করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তির নাম মো: মানিক মিয়া (৩৭)। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে যশোর (৪৯) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোরের বেনাপোল আইসিপিতে ভারত থেকে আগত একজন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীকে তল্লাশি করে তার সাথে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯০,০০০ ইউএস ডলার, ১৬১০ ভারতীয় রুপি এবং নগদ ৩২,৪৮০/- টাকাসহ ওই যুবক’কে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার সকালে নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানা যায়, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ভারত থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে একজন ব্যক্তি যশোরের বেনাপোল আইসিপি দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। তথ্যের সতত্যা যাচাইয়ের লক্ষে যশোর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিকদল বেনাপোল আইসিপি’র স্ক্যানিং রুমে অবস্থান নেয়।
এরপর আনুমানিক সকাল ৭ টায় বিজিবি টহলদল ভারত থেকে আসা পাসপোর্টধারী একজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে তার সাথে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় থাকা ডলার, রুপি এবং টাকা জব্দ করে।
অধিনায়ক জানান, আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ডলার, ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকাসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।