প্রতিবেদন, আব্দুস সালাম রুবেল
গণধর্ষণ মামলার আসামী অবশেষে দীর্ঘ দেড় যুগ পর র্যাবের হাতে গ্রেফতার। মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকায় গত ২০০৩ সালে গণধর্ষণের শিকার হয় এক গৃহবধূ।
গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করে ২০০৩ সালে এবং আদালতে ১ বছর বিচারকার্য শেষ হয়ে ২০০৪ সালে দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মান্নান(৪৫) বিভিন্ন ছদ্মবেশ ধারন করে দীর্ঘ দেড় যুগ আত্নগোপনে ছিলেন।
আদালত পুনরায় দুই আসামী আব্দুল মান্নান ও লুৎফর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ২০২২ সালে।
র্যাব – ৪ গত ১৮ এপ্রিল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আরুয়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান কে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, আসামী মান্নার দীর্ঘ ১৮ বছর দেশের বিভিন্ন জায়গায় আত্নগোপনে ছিলেন। গত কয়েকদিন আগে আবার শিবালয় ফিরে আসলে র্যাব জানতে পেরে তাকে গ্রেফতার করে শিবালয় থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে শিবালয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ আহমেদ বাংলাদেশ বুলেটিন ডটকমকে বলেন, র্যাব -৪ মঙ্গলবার সকালে গণধর্ষণ মামলার আসামী আব্দুল মান্নান কে থানায় হস্তান্তর করলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।