বাদল হোসাইন সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-টাঙ্গাইলের সখীপুরে এক সাংবাদিকের বাসা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ড, প্রফেসর কলোনী নিজ বাসার সামনে থেকে ডিসকভার ১২৫ সিসি (লাল-কালো)রঙের গাড়ি চুরির ঘটনা ঘটে। ওই সাংবাদিক দৈনিক জবাবদিহি পত্রিকার সখীপুর প্রতিনিধি এবং ইন্দারজানি পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
চুরি হওয়া মোটরসাইকেলের রেজি: নাম্বার ঢাকা মেট্রো-হ ৬৬-১৫৬৮।
চুরি হওয়া মোটরসাইকেলে মালিক সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, বিকেল ৫:৩০ মিনিটে বাসার সামনে রেখে লক করে বাসায় ঢুকছি। ৬:৩০ মিনিটে বাসা থেকে বের হয়ে আর মোটরসাইকেল পাই নাই। পৌর শহরে ফের চোরের সংখ্যা বাড়ছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রেজাউল করিম বলেন, বিষয়টি দুঃখজনক। মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। উদ্ধারের জন্য গুরুত্ব সাথে কাজ করছে পুলিশ।