চারদিকে সব থমথমে ভাব
চলছে ঘৃণিত আহাযারী, রাতটি কেটেই ভোরটি হলে একুশে ফেব্রুয়ারি।
ওই মারাঠা তান্ডব চালায় শহর, নগর, পথে,
শাসনের ভার নিতে চেয়েছে নরপিচাশদের হাতে। মুখের ভাষা জব্দ করতে ব্যতিব্যস্ত ছিলো,
আমার ভাই সালাম,
রফিক হাতিয়ার তুলে নিলো।
মায়ের ভাষার মূল্য দিতে নামলো দামাল ছেলে, রঞ্জিত হলো বাংলার পথ ‘ক’ লেখা হলো কলমে।
বর্ণমালার মধুর সুধা লাখো বাঙালির মুখে,
সব হায়েনা ধ্বংস হলো গুলি লাগলো ওই ভাইদের বুকে।
শ্রদ্ধা ভরে এই দিনটি স্মরণ করবো সবে,
কবি: মিতা পোদ্দার।