1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

রক্তাক্ত বাংলা

  • সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৩


চারদিকে সব থমথমে ভাব 

 চলছে ঘৃণিত  আহাযারী,   রাতটি কেটেই ভোরটি হলে   একুশে ফেব্রুয়ারি। 

 ওই মারাঠা তান্ডব চালায়   শহর, নগর, পথে, 

 শাসনের ভার নিতে চেয়েছে   নরপিচাশদের হাতে।   মুখের ভাষা জব্দ করতে   ব্যতিব্যস্ত ছিলো, 

 আমার ভাই সালাম,

রফিক   হাতিয়ার তুলে নিলো। 

 মায়ের ভাষার মূল্য দিতে   নামলো দামাল ছেলে,   রঞ্জিত হলো বাংলার পথ   ‘ক’ লেখা হলো কলমে। 

 বর্ণমালার মধুর সুধা   লাখো বাঙালির  মুখে, 

 সব হায়েনা ধ্বংস  হলো   গুলি লাগলো ওই ভাইদের বুকে। 

 আমার ভাইয়ের রক্তের ঋণ 

 শোধ হওয়ার নয়,   মাথা উচু করে তাইতো 

 শহিদ দিবস হয়।   

শ্রদ্ধা ভরে এই দিনটি   স্মরণ করবো সবে, 

 আগামীর সকালটিতেই   ভাষা দিবস হবে।

কবি:  মিতা পোদ্দার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪