ভারাক্রান্ত হৃদয় কেমনে ভূলতে পারি
থাকবে চির অমর তুমি একুশে ফেব্রুয়ারি,
আছে কোথায় নজির এমন কোন ইতিহাস
মাতৃভাষায় কথা বলতে জীবন করল লাশ,
এই দেশকে শাসন করত পশ্চিম পাকিস্তান
বাঙ্গালীর ছাত্রগন তাহা মেনে নিলনা,
উনিশ শত বায়ান্নতে ঢাকার রাজ পথে
রফিক সালাম বরকতে জব্বার আরো সাথে,
কার ফিউ ভাঙ্গিতে,এগিয়ে মিছিল নিতে,
শহীদ হল রাস্তাতে, পুলিশের গুলিতে,
উনিশের বায়ান্নের তারিখ ছিল একুশ
ভাষার তরে মানুষ মারে কেমন কাপুরুষ,
শহীদ হয়ে রক্ষা করল মোদের মাতৃভাষা
ভাষার শহীদ অমর থাকবে হৃদে রবে বাসা,
সেখান থেকে প্রেরণা,
স্বাধীনতার চেতনাসাতই মার্চের ঘোষনা,
পাইলাম স্বাধীন ঠিকানা,
হাজার হাজার স্যলুট ভাষা শহীদের তরে
কবি : আহমদ হোছাইন আজাদী।