ইমতিয়াজ মাহমুদ ইমন – কক্সবাজার :
উখিয়ায় বিজিবি পৃথক অভিযান চালিযে প্রায় ১৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। ইয়াবা উদ্ধার অভিযানে পাচারকারীরা বিজিবির ওপর হামলার চেষ্টা করলে বিজিবি ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পৃথক ঘটনায় ৪ লক্ষ ২১ হাজার পিস ইয়াবা ও ২৮০ গ্রাম ক্রেজি মাদক আইস বা খ্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছে বলে বিজিবি বিজ্ঞপ্তিতে জানান।কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (৪আগস্ট) রাত ৮টার দিকে উখিয়ার রেজুখালস্হ যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যগণ ১১ হাজার পিস ইয়াবা ও ২৮০ গ্রাম আইস বা খ্রিস্টাল মেথ উদ্ধার করে। বিধি নিষেধ লংঘন করে রোগী সেজে টেকনাফ থেকে একটি মাইক্রোবাস কক্সবাজার যাচ্ছিল। বিজিবি সন্দেহ হলে গাড়ীটি তল্লাশী চালিয়ে ভূয়া রোগীর সন্ধান পায়। এতে বিজিবি সদস্যদের সন্দেহ ঘনীভূত হলে পুরো মাইক্রোবাস তল্লাশী চালায়।এক পর্যাযে গাড়ীর এসির পাইপের ভিতর থেকে ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়ীতে থাকা টেকনাফ উত্তর ডেইলপাড়ার আবুল কালামের ছেলে আব্দুল কুদ্দুস (২৯) ও মোঃ নুরু মিয়ার ছেলে নুরুল আমীন (৩২) কে আটক করা হয়।এদিকে বৃহস্পতিবার (৫ আগষ্ট) দিবাগত রাত সোয়া ১ টার দিকে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়ার পাহাড়ি জঙ্গলে অভিযান চালিযে বস্তাবর্তী ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। কক্সবাজার ৩৪ বিজিবির সীমান্তের রেজুপাড়া বিওপির সদস্যদের অভিযানে এসব ইয়াবা জব্দ করা সম্ভব হলেও কাউকে আটক করা যায়নি। বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঐ সময় বিজিবির ওপর সংঘবদ্ধ পাচারকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে।এসময় বিজিবি ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এতে পাচারকারীরা পালিয়ে যায়। পৃথক অভিযানে জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১২ কোটি ৬৯ লক্ষ টাকা। ইয়াবা জব্দের ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।