1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক জীবনে সর্বত্রই পুলিশের অবদান রয়েছে- ডিএমপি কমিশনার ইউক্রেন-ইসরায়েলের সহায়তা বিলে বাইডেনের স্বাক্ষর আবারও সারাদেশে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যদের হস্তান্তর সম্পন্ন চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের নিকট প্রধানমন্ত্রীর আহ্বান মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ-ওবায়দুল কাদের রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আজ ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেনের ৩ বগি লাইনচ্যুত র‌্যাবের নয়া মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম

কাঁকনহাট পৌরসভায় রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ

  • সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২২৮

তানোর(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার বাসষ্টান্ড থেকে রেলষ্টেশন পর্যন্ত প্রায় ৪০০ মিটার রাস্তা সংস্কারে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিন পরিদর্শন করলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে দাবি করে এলাকাবাসী সংশ্লিস্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়রা জানান,পৌর মেয়রের যোগসাজশে রাস্তার সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের খোঁয়া এবং ইট। প্রায় ৪০০ মিটার রাস্তার সংস্কার কাজের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে টেন্ডারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান ভাবনা এন্টারপ্রাইজের সঙ্গে কাজের চুক্তি করেন। জানা গেছে ,প্রায় ২ মাস আগে কাঁকনহাট পৌরসভার মেয়র একেএম আতাউর রহমান খান এই কাজের উদ্বোধন করেন। এদিকে গত ১৫ জুলাই বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে অনিয়মের চিত্র। এ অনিয়মের বিষয়ে কথা বললে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আসাদ এই প্রতিবেদককে জানান, ভালো মানের সামগ্রী দিয়েই কাজ চলছে। এতে কিছু করার নেই।যেখানেই অভিযোগ দেন কাজ হবে না। কারন এই রাস্তার কোন বাজেটই হয়নি। সংশ্লিস্ট এলাকাবাসী জানান, সড়কের কাজের উপকরণগুলো একেবারেই নিম্নমানের এবং কাজ এখনো শেষ হতে অনেক সময় বাকি আছে, আমরা চাই ভালো কাজ।এখনি সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়ে কোনো ব্যাবস্থা গ্রহণ না করলে এই রাস্তার কাজ খারাপ সামগ্রী দিয়েই শেষ হয়ে যাবে। আর ভোগান্তি পোহাতে হবে আমাদের সাধারণ জনগনকে। এ প্রসঙ্গে কাঁকনহাট পৌর মেয়র আতাউর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য পৌরসভায় গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি অফিস ত্যাগ করেন। এ বিষয়ে কাঁকনহাট পৌরসভার প্রকৌশলী সাইফুল্লা বলেন,আমি গত পরশুদিন ই ওই সড়কের কাজটি দেখতে গিয়েছিলাম। যেসব সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে সবই ঠিক আছে এবং ভালো। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মানের বিষয়টি যদি সত্য হয় তবে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করে ভালো মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ শেষ করা হবে।এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,রাস্তার কাজ সম্পন্ন হতে এখনো দেরি আছে, পুরানো রাস্তার মালামাল যেহেতু ফেলে দেওয়ার নিয়ম নেই তাই সেগুলো দিয়েই লেয়ারে রোলারের কাজ চলছে।আর রাস্তার দুই পাশে যে ইটের বেরিক্যাড দেওয়া হয় সেগুলো ১ নম্বর ইট দেওয়ার কথা ২ নম্বর ইট দিয়ে কাজের বিষয়টি আমার জানা নেই, তবে আমি দেখবো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪