মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় ২৪ টি পাসপোর্ট চারটি সীল, নগদ ২৭ হাজার ২শ টাকাসহ তিনকে আটক করেছে পুলিশ ।
কোতয়ালী থানা পুলিশ জানায়, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তির কুমিল্লা নোয়াপাড়া এলাকার কাজী রাইয়্যান এন্টারপ্রাইজ, মানিক এন্টারপ্রাইজসহ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পাসপোর্টসহ তিনজকে আটক করা হয় । অভিযানে পুলিশ সাহারা ম্যানশনের মাদার এন্টারপ্রাইজ হতে ১১টি পাসপোর্ট, ১৭ হাজার ৭শ টাকা, একটি প্রভাষক, একটি চেয়ারম্যানের সীল ও একটি কোতয়ালী মডেল থানা পুলিশের সীল উদ্ধার করে। এ অভিযোগে নোয়াপাড়া এলাকার সাহেদুল ইসলাম পলাশ নামে একজনকে আটক করে। অপর দিকে কাজী রাইয়ান এন্টারপ্রাইজে হতে ২টি পাসপোর্ট ও ৯ হাজার ৫শ টাকাসহ একই এলাকার মো: ওলি উল্লাহ (২০), মানিক এন্টারপ্রাইজ হতে ৭টি পাসপোর্ট, সীলসহ হাজীর বাড়ির মো: সাইম আল মামুন (১৯) কে ও খোকন এন্টারপ্রাইজ হতে ৪টি পাসপোর্ট জব্দ ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেনে নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতায়ালী মডেল থানায় মামলা হয়।