1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে নকল ও ভেজাল ডিজেল, মবিল এবং নকল বিটুমিন উৎপাদনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে দেড় বছরের কারাদন্ড

  • সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২১৯


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লার চৌদ্দগ্রামে নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরীর অবৈধ কারখানায় র্যা বের অভিযানে মো: আব্দুল মান্নান (৪৮) ও ফোরকান (২৩) নামে ২ জনকে আটক করেছে র্যা ব- ১১ সিপিসি-২ এর সদস্যরা। আটককৃত মো: আব্দুল মান্নান উপজেলার গুনবতী গ্রামের মো: আলম মিয়ার ছেলে এবং ফোরকান নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া এলাকার তপবন গ্রামের মো: মোস্তফার ছেলে। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোঃ আব্দুল মান্নানকে ১ বছর ও ফোরকান ৬ মাসেে কারাদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নকল জ্বালানি তেল ও বিটুমিন তৈরীর এ কারখানা সিলগালা করা হয়। এসময় কারখানায় কর্মরত মান্নান ও ফোরকান নামে ২ জনকে আটক করেছে র্যা ব।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার গুনবতী ইউনিয়নের আলম মিয়ার ছেলে মো: আব্দুল হান্নান আবাসিক এলাকায় অবস্থিত এ কারখানায় অবৈধ উপায়ে পোড়া মবিলকে এসিডের মাধ্যমে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরী করে আসছিলো। এছাড়াও মহাসড়কে চলমান লরি, কন্টিনারসহ বিভিন্ন যানবাহনের চালকদের সাথে গোপন চুক্তির মাধ্যমে কমদামে চোরাই জ্বালানি তেল কিনে গুদামজাত করে বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে বেশি মুনাফায় বিক্রি করে আসছিলো।
এবিষয়ে কুমিল্লা র্যা ব- ১১ সিপিসি- ২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরীর কারখানা সিলগালা করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এখানে পরিবেশগত ঝুঁকির মধ্য দিয়ে পোড়া মবিলকে এসিডের মাধ্যমে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরী করে আসছিলো একটি অসাধু চক্র। এঘটনায় ২ জনকে আটক করা হয়। আটকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোঃ আব্দুল মান্নানকে ১ বছর ও ফোরকান ৬ মাসেে কারাদন্ড প্রদান করা হয়। কারখানার মালিক আব্দুল হান্নান পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪