1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন

বিজিবির সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ –

  • সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৫০২

শার্শা প্রতিনিধি:

যশোরের শার্শার সিমান্তঞ্চলে বিজিবি সদস্য কর্তৃক দুই সন্তানেরজননীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা অভিযুক্তবিজিবি সদস্যকে হাতে নাতে ধরার পর তাকে খুঁটির সাথে বেঁধে রেখেবেধড়ক মারপিট করা হয়। পরে তাকে  ক্যাম্প নায়েক সুবেদার স্থানীয়চেয়ারম্যান মেম্বারদের সহায়তায় সাদা কাগজে স্বাক্ষর দিয়ে তাকে উদ্ধার  করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ঘটনা জানা-জানি হলে পর দিন বিজিবিসিইও ঘটনাস্থল পরিদর্শন করে ক্যাম্প থেকে অভিযুক্তসহ ৪ সদস্যকেপ্রত্যাহার করা হয়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যসহবিজিবি সম্পর্কে সমালোচনার ঝড় উঠে।

ভিকটিম সূত্রে যানা যায়, শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সীমান্তবর্তী  শালকোনা গ্রামে মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের বাড়ির পাশে বাঁশবাগানে গত সোমবার (৭ জুন) বিকালে  তিনজন বিজিবি টহল সদস্যঅবস্থান করছিল। তারা টহল দেওয়া অবস্থায় আমার নিকট খাবারপানি গ্রহন করেন এবং সময় কয়টা বাজে সেটা জানতে চায় পরে তারাস্থান ত্যাগ করেন। সন্ধ্যা ৭টার পর অভিযুক্ত বিজিবি সদস্য পাশেইশালকোনা বিওপি ক্যাম্প থেকে ফিরে এসে উক্ত স্থান ঘুরে যান। তারপররাত ১১টার দিকে প্রকৃতিক ডাকে সাড়া দিতে  বাহিরে গেলে বিজিবিসিপাহী সাইফুল ইসলাম আমাকে কিছু বুঝে উঠার আগেই পিছন থেকেঝাপটে ধরেন। এ সময় আমি চিৎকার করলে আমার প্রতিবেশীরা ছুটেএসে বিজিবি সদস্যকে আটক করে বেধড় মারধর করে। এরপর উপস্থিতপ্রতিবেশীরা  আমাকে আমার পরিবারের হাতে তুলে দেয় এবং বিজিবিসদস্যকে আটক করে রাখে।  

এদিকে স্থানীয়রা জানায়, সোমবার বিকালে তিনজন বিজিবি সদস্যকেক্যম্পের পার্শবর্তী প্রবাসী আব্দুর রশিদের বাড়ির পাশে বাঁশ বাগানেঅবস্থান করতে দেখেন। বিষয়টি তাদের সন্দেহ জনক হলে বিজিবিসদস্যদের গতিবিধি নজরে রাখেন। এ অবস্থায় সংঘবদ্ধ হয়ে রাত ১১টারদিকে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে বিজিবি সদস্য সাইফুল ইসলাম বেরিয়েযাবার সময় তাকে হাতে নাতে ধরে বেধড়ক মারপিট করে। মারপিটে তারএকটি দাঁত ভেঙ্গে যায় বলে স্থানীয়রা জানায় এবং তাকে খুঁটির সাথেবেধে রাখা হয়। ঘটনা জানতে পেরে ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুররহিম বিজিবি সদস্যকে উদ্ধারে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের  সহায়তা কামনা করেন। পরে তাৎক্ষনিক চেয়ারম্যানের মুঠো ফোনেরমাধ্যমে সদস্যকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পরে ইউপি সদস্য তোতামিয়ার উপস্থিতিতে স্থানীয়দের  একটি সাদা কাগজে বিজিবির পক্ষ থেকেদুইজন বিজিবি সদস্যের স্বাক্ষর নিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে ক্যাম্পে নিয়েযাওয়া হয়। এ ঘটনার পর দিন মঙ্গলবার সকালে যশোর ৪৯ বিজিবিব্যাটালিয়ন পরিচালক লে. কর্ণেল সেলিম রেজা, সরেজমিন ক্যাম্পপরির্দশন করে ৪ জন সদস্যকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হয়। ইউপিসদস্য তোতা মিয়া বলেন বিষয়টি স্থানীয়দের মাধম্যে জানতে পেরেঘটনা স্থালে গিয়ে চেয়ারম্যানের নির্দেশে বিজিবির নায়েক সুবেদারআব্দুর রহিমের জিম্মায় সাদা কাগজে স্বাক্ষর করে অভিযুক্তকে হস্তান্তরকরা হয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান হোসেন আলী ঘটনার সত্যতাস্বীকার করে  গণমাধ্যমকে , বিজিবি সদস্য প্রবাসীর স্ত্রীর বিষয়টি তিনিবিজিবি নায়েক সুবেদারের মাধ্যমে জানতে পারে।  পরবর্তীতে মুঠোফোনেস্থানীয় ইউপি সদস্যকে বিজিবির সদস্যকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। পরেতাকে বিজিবি কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন,  প্রবাসীর স্ত্রীনাজমা খাতুনের স্বাভাব চরিত্র ভালো নয় এর আগেও এলাকায় এধরণের ধরনের ঘটনা ঘটিয়েছেন ।  এ বিষয়ে জানতে কাশিপুর বিজিবিক্যাম্পে কোম্পানী কমান্ডারের মুঠোফোনে (০১৭৬৯৬১৭৯**) বিষয়টিজানতে  চাইলে তিনি ঘটনা সম্পর্কে কোন বক্তব্য দেয়  নি। এবং তিনিঘটনাস্থল শালকোনা ক্যাম্পে যোগযোগ করতে জন্য বলেন। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪