মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় পৃথক অভিযানে বুড়িচং ও সদর উপজেলা থেকে ১৯ হাজার ৮৮০পিস ইয়াবা, হুইস্কিসহ ৩ মাদক কারবারিকে গ্রফতার করেছে র্যাব-১১। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একাধিক আভিযানিক দল ১ মে কুমিল্লা জেলার বুড়িচং থানার গ্রাম বাজার ও কোতয়ালী থানার আমতলী বিশ্বরোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বুড়িচং থানাধীন দক্ষিন গ্রাম বাজার এলাকা থেকে ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা ও ৬ বোতল হুইসকিসহ মোঃ মাহাবুল মিয়া নামে এক জনকে আটক করা হয়। আটক মাহাবুল বুড়িচং থানার পিতাম্বর গ্রামের মৃত আবদুল হাশেমের ছেলে।
এছাড়া কোতয়ালী থানাধীন আমতলী বিশ্বোরোড এলাকায় দুই ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আব্দুর রহমান ভুট্টু ক্কসবাজার জেলার টেকনাফের ডেইলি পাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং শাহ আলম কক্সবাজার সদর থানার ঈদগাহ আউলিয়াবাদ গ্রামের কালামিয়ার ছেলে। তাদের ব্যবহৃত মাদক পরিবহনের পিক আপ ভ্যানটিকেও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও হুইসকিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।