আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুরাতন গোহাটার রঞ্জিত চৌহান(৩২) এর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন বাজার থেকে অবসরপ্রাপ্ত আনসার সদস্য রফিকুল ইসলামের কাছ থেকে ১১০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান ফুলবাড়িয়া উপজেলার মৃত চান্দু চৌহানের পুত্র রঞ্জিতের বসতঘর থেকে ২০০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। পরে ময়মনসিংহ সদরের কাতলাসেন বাজার থেকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় রফিকুলকে। জানা যায়,ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র রফিকুলকে ২ হাজার পিস ইয়াবাসহ ২০১৭ সালে গ্রেফতার করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ।রফিকুল দীর্ঘদিন ধরে আনসার সদস্যের পুরনো পরিচয়পত্র ও পোশাক ব্যবহার করে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে ময়মনসিংহে বিক্রি করে আসছিল।