মোংলা প্রতিনিধি:
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন এর একটি চৌকস দল ৪৮৫ পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) তিন ফেব্রুয়ারি রাত নয়টায়র সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মোংলার একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত দিগরাজ বাজার কলেজ রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮৫ পিস ইয়াবাসহ দুজন জন মাদক কারবারিকে আটক করেছে।জানা গেছে,আটককৃত ব্যাক্তিরা ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করে থাকে।তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করবে বলে স্বীকার করে যা আমাদের চারপাশের যুবসমাজকে ধীরে ধীরে অনেক বড় ক্ষতির দিকে ধাবিত করছে।আটককৃত ব্যক্তিদয় হলেন আমিন হাওলাদারের ছেলে, সাফিন হাওলাদার (২৮),এবং শহিদুল শেখ এর ছেলে,শামিম শেখ (২৫), তাদের দুই জনই নৈহাটি গ্রামের,রুপসা থানার খুলনা জেলায় বাড়ি,পরবর্তীত জব্দকৃত ইয়াবা ও
আটককৃত মাদক ব্যবসায়ীদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এর জোনাল কমান্ডার জানান,কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।