রিতেষ কুমার বৈষ্ণব (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদায় অতিথি পাখি শিকারীদের বিরুদ্ধে আজ ১৭ জানুয়ারী ২০২১ ইংরেজি রোজ রবিবার বিশেষ অভিযান পরিচালনা করে পাখি বিক্রেতাকে আটক করা হয়েছে।
জানা যায়- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানি উমদা বাজারে পাখি বিক্রয় কালে বাচ্চু মিয়া ( ) নামের এক ব্যাক্তিকে অতিথি পাখি বিক্রির অপরাধে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জনাবা সুমাইয়া মোমিন নবীগঞ্জ।
প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেহান মাহমুদ জানান –
গোপন সংবাদের ভিওিতে আমরা পানিউমদা বাজারের কাছে আসামীকে পাখি সহ হাতে নাতে ধৃত করি।
অতিথি পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা কালে সাথে ছিলেন ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী সহ ষ্টাফ বৃন্দ।
তিনি আরও জানান -অতিথি পাখি সহ দেশী পাখি শিকার বন্ধ করতে এবং আইন বাস্তবায়ন করতে দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করে যাচ্ছি, এই চেষ্টা চলমান থাকবে।
এই রকম অপকর্মের বিরুদ্ধে এবং জন সচেতনতায় বলিষ্ঠ ভূমিকা রাখতে সমাজের সচেতন মহলের প্রতি অনুরোধ রইল ।