আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
আজ ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন উদ্যানে মাদকাসক্ত সনাক্তকরনে ডোপ টেস্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মাদক মুক্ত ময়মনসিংহ জেলা গড়ার প্রত্যয়ে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইজি এর প্রতিনিধি পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত), সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সাংবাদিকবৃন্দ, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক এবং সুধীবৃন্দ। জেলা প্রশাসক বলেন মাদকাসক্ত প্রবন এলাকায় এখন ভ্রম্যমান ভিত্তিতে ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবী নির্ণয় করা হবে এবং ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আইন অনুসারে বিচারকার্য সম্পন্ন করবেন। তিনি সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।