নারায়ণগঞ্জ এ সিদ্ধিরগঞ্জে গাঁজা ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ জুন রবিবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়িকেে গ্রেফতার করে।
এর আগে শনিবার গভীর রাতে শিমরাইল তাজজুট মিলস এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। অভিযান দু’টি নেতৃত্বদেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই হেমায়েত উদ্দিন (পিপিএম) ও এএসআই হুমায়ূন কবির। গ্রেফতারকৃতরা হলো, শাজাহান, আলিনুর, সেলিনা আক্তার, সজল মোল্লা ও মামুন মিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত দকদ্রব্য বিক্রি সাথে জড়িত। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।