1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

রাজাপুরে ৩৫পিচ ইয়াবাসহ আটক ২, কারাগারে প্রেরণ

  • সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ২১৮

ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি পুরাতন পল্লী বিদ্যুতের ভবনে এবং ব্র্যাক সংলগ্ন একটি মটোর গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ২জনকে আটক ও ৩৫ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে। ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। সোমবার রাতের পৃথক অভিযানে মোঃ শফিকুল ইসলাম সোহাগ ও ফারুক আলমকে ইয়াবাসহ আটক করা হয়েছে। অভিযানের টের পেয়ে মো. মর্তুজা আল নাহিয়ান ওরফে সোহেল সিকদার পালিয়ে যেতে সক্ষম হয়।

এঘটনায় রাজাপুর থানায় সোহাগ ও পলাতক সোহেল এবং ফারুক আলমকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আামীদের ঝালকাঠি আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বাগড়ি ব্র্যাক সংলগ্ন একটি মটোর গ্যারেজের সামনে ফারুক আলমকে দেখে ঘেরাও করে তল্লাশী করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে ১০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ফারুক আলম ইন্দ্রপাশা গ্রামের মৃত. মোখলেছ উদ্দিন হাওলাদারের ছেলে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বাগড়ি পুরাতন পল্লী বিদ্যুতের ভবনে অভিযান চালালে মো. শফিকুল ইসলাম ওরফে সোহাগকে আটক করা হয়। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশী করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। সোহাগ রাজাপুর বাজার এলাকার আঃ সোবাহান খান’র ছেলে। একই স্থানে থাকা সোহেল সিকদার বাইরে বের হওয়ায় অভিযান টেরে পেয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়। সে ওই ভবন মালিক মৃত. মজিবর রহমানের ছেলে।


ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরে দুটি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৩৫পিচ ইয়াবাসহ ২জনকে আটক করা হয়েছে। একজন পালিয়ে গেলেও তাকেসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪