ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ১০ জুন বিকেল থেকে রাত অবধি ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশনা না মানা স্বাস্থ্য বিধি লংঘন করায় ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ৫৮০০০ টাকা জরিমানা করেছে।আদালত পৃথক ভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ।
অাদালত সুত্রে জানা যায়, সরকারি নির্দেশনা না মেনে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, স্বাস্থ্য বিধি মেনে না চলায় ১৭ টি মামলায় ব্যক্তি প্রতিষ্ঠান কে দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯,২৭১ ধারায় ৫৮০০০ টাকা জরিমানা করা হয়েছে।
দক্ষিণ বোয়ালমারী’র সহস্রাইল বাজারে গ্লোডেন টাস এর মালিক লিটন কে ১৫০০০ টাকা,ব্যবসায়ী মুনসুর কে ৫০০০ টাকা,বোয়ালমারী বাজারে ব্যবসায়ী সাইফুল কে ২০০০ টাকা,সুমন সাহা কে ৭০০০ টাকা,পিকুল কে ৫০০ টাকা,রবিউল কে ৫০০ টাকা,শিবপুরের ব্যবসায়ী আজাদ শেখ কে ৩০০০ টাকা, ব্যবসায়ী রিপন কাজী শিবপুর ৫০০০ টাকা,ব্যবসায়ী গৌতম শিবপুর বাজার ২০০০ টাকা,মো রফিকুল দুর্গাপুর বাজার ১০০০ টাকা,ব্যবসায়ী মুকুল মিয়া দুর্গাপুর বাজার ৩০০০ টাকা,আবুল হোসেন দুর্গাপুর বাজার ১০০০ টাকা,ব্যবসায়ী পরেশ সাহা দুর্গাপুর বাজার ৩০০০ টাকা,বিপ্লব মন্ডল, দুর্গাপুর বাজার ৩০০০ টাকা,মিলন দুর্গাপুর ৩০০০ টাকা,শাকিল ১০০০ টাকা।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন অভিযান অব্যাহত থাকবে,আগামীতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি না মানলে আমরা আরো কঠোর হবো।