দীর্ঘ দিন ধরে গাঁজা ব্যবসায়ী গোপাল চন্দ্র সরকার গোপনে সাঘাটা থানাধীন ভরতখালী হাটে ছোট খুচরা ব্যবসায়ীদের নিকট গাঁজা বিক্রি করে আসছে। এতে এলাকায় যুবকদের মধ্যে গাঁজা সেবনের সংখ্যা বেড়ে গেলে সাধারণ লোকজন তাদের ছেলে সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।
ভরতখালী হাটের সাধারণ লোকজন গোপনে গাইবান্ধা জেলার সুযোগ্যপুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়কে জনালে তাৎক্ষণিক ভাবে গাইবান্ধা জেলার গোয়েন্দা শাখার পুলিশ এস আই গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্স সহ ভরতখালী হাটে গোয়েন্দা নজরদারি চালাতে থাকে। অদ্য ইং ২৯-৯-২০২০ তারিখ ১৬.৫০ ঘটিকার সময় গাইবান্ধা সাঘাটা থানাধীন ভরতখালী ইউপির চিথলিয়া গ্রামস্থ জনৈক ইউনুস আলীর বসত বাড়ি সংলগ্ন ১০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী (১) শ্রী গোপাল চন্দ্র সরকার (৬২) পিতা-মৃত নির্মল চন্দ্র সরকার গ্রাম
চিথলিয়া থানা সাঘাটা জেলা গাইবান্ধা কে গ্রেফতার করে। তার গ্রেপ্তার হওয়ার সংবাদ এলাকায় জানাজানি হলে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আসামির বিরুদ্ধে সাঘাটা থানার মামলা নং ১৯ তাং ২৯-৯-২০২০ ইং ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক)/৪১ দায়ের করা হয়।