দিনাজপুরের বিরামপুর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির পাটাতনের নিচ থেকে আমদানি নিষিদ্ধ ২ শত বোতল ফেন্সিডিল ও ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
৬ জুন শনিবার ভোরে বিরামপুর উপজেলার শিবপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলো, উপজেলার জোতবানি ইউপি’র চতুরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মিজান (২৬) ও কাটলা ইউপি’র কসবা সাগরপুর (দীঘির পাড়) গ্রামের মৃত্যু মহির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন, বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান মনির।বিরামপুর থানা অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ৬ জুন শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবপুর নামক স্থান থেকে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি থেকে তল্লাশি চালিয়ে গাড়ীর পাটাতনের নিচে ২ শত বোতল ফেন্সডিল ও ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট এবং গাড়ীটিসহ ২ জনকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামালা রুজু করা হয়েছে এবং দুপুরবেলা দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।