জেলার ফতুল্লার মাসদাইর ঘোষের বাগ এলাকা হতে র্যাব ১১- সি পি এস সি এর অভিযানে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার ও এক মাদক ব্যবসায়ী আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ ইমন সরকার (২৬)জানা যায় ১৮/০৮/২০২০ইং রাত ৮ ঘটিকায় র্যাব ১১-সি পি এস সি এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মাসদাইর এলাকার সাব্বির আলম এর নেতৃত্বে একটি সঙ্গবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করে আসছে।

রিক্সার গ্যারেজের ব্যবসার আড়ালে তারা ফেনসিডিল এর আখড়া চালাত। পরে উক্ত গ্যারেজে নিবিড় তল্লাশি করে মাটি খুঁড়ে মাটির নিচে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।