এক মেয়ে ভালবাসা
এক মেয়ে গান,
এক মেয়ে নিরবধি
নদীর সমান।
সেই মেয়ে গেঁয়ো বধু
সেই মেয়ে ধান,
সেই মেয়ে বয়ে চলে
মায়ার বাঁধন।
কোন মেয়ে গান গায়
হৃদয়ের গান,
নেয়ে উঠে শিশিরের
পুন্যি স্নান।
ভালবেসে যেই মেয়ে
পুর্নিমা চাঁদ,
আলো আঁধারীর খেলা
করলো আবাদ।
যার সাথে সরলতা
জীবনের বাস,
কেন হবে সেই মেয়ে
রিক্ত হতাশ?।
যে মেয়ের ভালবাসা
নদীর সমান,
যে বধু বয়ে চলে
মায়ার বাঁধন,
পুর্নিমা চাঁদে যার
আঁধারীর খেলা,
তাঁর সাথে ভেসে যাক
জীবনের ভেলা।
এভাবেই কেটে যাক
ভালবাসা দিন,
গেঁয়ো বধু মেয়েটার
স্বপ্ন রঙিন।