দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগষ্ট) সাব-ইন্সপেক্টর মোঃ সারোয়ার জাহান সঙ্গীয় ফোর্স সহ রাত সারে ১০ টার সময় উপজেলার রানীগঞ্জ বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে, বাজারের দক্ষিণ পার্শ্বে দক্ষিণ দেবিপুর গ্রামস্থ আঃ হামিদের ‘ভাই ভাই’ হাস্কিং মিলের পাকা চাতালের কাছে বর্নিত স্থানে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি বুঝতে পারিয়া বর্ণিত আসামী পালানোর চেষ্টা করিলে অফিসার ও ফোর্সের সহায়তায় ১জন আসামীকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ আব্দুর রাজ্জাক (৩১), পিতা – মৃত সফি উদ্দিন, গ্রাম – দক্ষিণ দেবীপুর, থানা – ঘোড়াঘাট, জেলা – দিনাজপুর।
এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে ২০১৮ ইং সালের বিশেষ ক্ষমতা আইনের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করার অপরাধে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ আমিরুল ইসলাম। পরবর্তীতে বুধবার (৫ আগস্ট) সকাল ১১ টার দিকে উক্ত আসামীদেরকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।