রোববার (১৯ জুলাই) দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত সাত্তার মোল্লা (৪০) মাদারীপুরের রঘুরামপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।টঙ্গী পূর্ব থানার এসআই মো. রাজিব হোসেন জানান, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চেরাগআলী এলাকায় সাত্তার মোল্লার ব্যক্তিগত গাড়ি তল্লাশি করে ২৪০ ক্যান জব্দ করা হয়।
তাকে আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।