ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর বাজার এলাকা থেকে ২২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন পৌর এলাকার আলীয়বাদ গ্রামের
মৃত আব্দুর রউফের ছেলে শফিকুল ইসলাম (৪০),
সামসুজ্জামানের ছেলে বিপ্লব মিয়া (৩৮) ও হাসপাতাল পাড়ার ডাক্তার মো. নূরুল হুদার ভাই মো. শামসুল হুদা (৩৪)।
সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর এর নেতৃত্বে এসআই জুয়েল সরকার, রুবেল ফরাজী, আনিসুজ্জামান, এএসআই জহিরুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার ইব্রাহিমপুর বাজার এলাকা থেকে ২২৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এই বিষয়ে নবীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।