র্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ১৫/০৭/২০২০ ইং তারিখ রাত আনুমানিক ২০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে
জানা যায় যে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর কামারগাঁও জৈনক দেলোয়ার খান এর দোতলা টিনের ঘরের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়- বিক্রয় করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১,মুন্সিগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ২০.৪৫ ঘটিকার সময় নিম্মলিখিত মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছেন, মোঃ শাওন বেপারী (২০), পিতা-মৃত শামসুল বেপারী, সাং- উত্তর কামারগাঁও (১নং ওয়ার্ড), থানা- শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ। তার কাছ থেকে উদ্ধারকৃত মালামাল হচ্ছে, ইয়াবা ট্যাবলেট ১০০ পিস ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সেট ০১টি।বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলা এবংপাশ্ববর্তী ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।