নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতে পালিয়েছে দুই যুবক। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে জানিয়েছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, জীবননগর পাড়ার ঈদগাহ মাঠের পশ্চিম পাশ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে দুজন। তাদের তল্লাশি করতে চাইলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
ব্যাগ তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।