ইকরামুল হাসান –
“বর্তমান ও আগামী প্রজন্মের সুরক্ষায় চলচ্চিত্র, নাটক এবং ওয়েবসিরিজে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে গাইডলাইনের প্রয়োজনীয়তা” শীর্ষক একটি আলোচনা সভা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করেছে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা- মানস,স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ,ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং সভাপতি হিসেবে উপস্থিত মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা( মানস)-এর সভাপতি ডা.অরূপ রতন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.কাজী আব্দুল মান্নান, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড.মতিন রহমান, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য, ভাইটাল স্ট্র্যাটেজির টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন এবং ব্যুরো ইকনোমিক রিসার্চের প্রজেক্ট ম্যানেজার হামিদুল ইসলাম হিল্লোল।
এছাড়াও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ, মানসের কর্মকর্তাবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভাটিতে অংশগ্রহণ করেন।

সভাটির সূচনা লগ্নে মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের নিকট ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’-এর প্রাথমিক ধারণা প্রদানের পাশাপাশি ‘ওটিটি প্লাটফর্মের মতো জনসমৃপ্ত জায়গায় জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকজনিত ক্ষয়-ক্ষতি রোধে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) যাবতীয় কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা সভাটির গুরুত্ব তুলে ধরেন এবং মাদক ও তামাকের ছোবল হতে তরুণ প্রজন্মকে দুরে রাখতে ‘ওটিটি প্লাটফর্মগুলোর ইতিবাচক এবং যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন।
পরবর্তীতে শিক্ষার্থীরা অতিথিবর্গের নিকট সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।