1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

সাভারে জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল

  • সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭৫

সোহেল রানা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে শুক্রবার সাভারের একটি অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলমগীর হোসেন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক কায়েম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন দেশ পেয়েছি, তাদের আমরা সব সময় স্মরণ করি। শহীদ আহত পরিবারের সম্মানে আজকে আমরা ইফতারের আয়োজন করেছি। শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় সকল কাজে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। এটি আমাদের আবেগের জায়গা, যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবো।

মতবিনিময়ে অংশ নিয়ে শহীদ পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবে শহীদ শুভ শীলের মা, শহীদ মুজাহিদের বাবা, শহীদ শিমন ইসলামের বাবা, শহীদ হাসিবুল রহমানের মা, শহীদ রাসেল গাজীর মা, শহীদ রফিকুল ইসলামের মা, শহীদ মহিউদ্দিন হোসেনের স্ত্রী, শহীদ আলিফের বাবা ও শহীদ মিঠু বিশ্বাস মারুফের বাবা শাহজাহান ইসলাম প্রমুখ।

তাদের সম্মানে ইফতার আয়োজন করায় জুলাই বিপ্লবে শাহাদাতবরণকারী শহীদ ও আহত পরিবারের সদস্যরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে প্রায় শহীদ ও আহত পরিবারের দেড়শতাধিক সদস্য অতিথি হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের সেক্রেটারিয়েটবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪