ক্যাম্পাস প্রতিনিধি-
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৮০ ও ৮১ ব্যাচের আয়োজনে “চড়ুই মেলা” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের ফুল চত্বরে মেলাটির আয়োজন করা হয়।
এর আগে দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন,কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান,রেজিস্ট্রার মো. আব্দুল মতিন, সাংবাদিকতা গণমাধ্যমে অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, সহকারী অধ্যাপক সামিয়া আসাদী, পাওয়ার অব শী’র প্রজেক্ট চিফ সাবিনা স্যাবি , প্রভাষক সোহেল হোসেন,প্রভাষক ফরিশতা সিদ্দিকী এবং স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপদেষ্টা তামান্না জেরিন।
এছাড়া উক্ত বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এবং শিক্ষার্থীবৃন্দও মেলার প্রাঙ্গনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মেলাটি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের চলমান অর্থনীতি কোর্সের অংশ হিসেবে প্রতিবছরই কোর্স পরিচালক সহকারী অধ্যাপক তানিয়া সুলতানার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারের ‘চড়ুই মেলায়’ ৮০ ও ৮১ ব্যাচের শিক্ষার্থীরা মিলে মোট ৮ টি স্টলে বিভক্ত হয়ে বাঙালির ঐতিহ্যবাহী নানাবিধ তৈজসপত্র,ও নিজস্ব তৈরি সুস্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে তাদের পথচলা শুরু করেন।
৮ টি স্টলের নামগুলো হলো:চারুশিল্প,দিব্যছায়া,খাইবানি,একটুখানি মিষ্টিমুখ, T-Shirt World, Premium Mareya Mart(PMM),শখের বাক্স এবং উত্তরীয়।
মেলাটির বিস্তারিত তুলে ধরে সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা বলেন,করোনাকালীন সময়ে অনলাইন পড়াশোনায় কিছুটা ভিন্নতা আনার জন্যই একটি কোর্সের অধীনে শুরু করি অনলাইন পেজ ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ। স্টুডেন্টদের ছোট ছোট দলে ভাগ করে দেয়া হয়। শর্ত একটাই পণ্য হতে হবে দেশীয় এবং পরিবেশবান্ধব।এখনো সে ধারা অব্যাহত রয়েছে, এবং কোর্স শেষে উদ্যোক্তারা নিজেরাই ক্যাম্পাসে মেলার আয়োজন করেন। এই পুরো আয়োজনে আসলে অনেকগুলো ধাপ রয়েছে, প্রতিটি পণ্যই শিক্ষার্থীদের ডিজাইন করা কিংবা নিজস্ব হাতে তৈরি। ফলে এখানে সৃজনশীলতা, দলীয় যোগাযোগ, নেতৃত্বের মত গুণাবলির বিকাশ ঘটছে। এছাড়া তরুণ বয়সেই উদ্যোক্তা হবার সূত্র ধরে পুঁজি এবং ডিজিটাল মার্কেটিংয়ের হাতেখড়িও হচ্ছে।
দুপুর ১২ টা হতে শুরু হওয়া ‘চড়ুই মেলা’ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাপ্ত হয় বিকেল ৫ টায়।
